কাজী মোতাহার হোসেনের আজ ৩৮তম প্রয়াণ দিবস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৯, ২০১৯

জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের আজ ৩৮তম প্রয়াণ দিবস। ১৯৮১ সালের ৯ অক্টোবর ৮৪ বছর বয়সে ঢাকায় তিনি ইন্তেকাল করেন।

১৮৯৭ সালের ৩০ জুলাই কাজী মোতাহার হোসেন কুষ্টিয়ায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফরিদপুরের পাংশা থানার বাগমারা গ্রামে। জ্ঞানতাপস এই ব্যক্তি বিচিত্র ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।

বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সংগীত ও দাবার প্রতি তার ছিল অকৃত্রিম অনুরাগ। তিনি ছিলেন পরিসংখ্যান বিভাগ ও পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। এ দেশে সংখ্যাতত্ত্ব পঠন-পাঠনের ক্ষেত্রে তিনিই ১৯৫০ সালে ‘ডিজাইন অব এক্সপেরিমেন্টস’ বিষয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

তার উদ্ভাবিত পদ্ধতি ‘হোসেইনস চেইন রুল’ নামে আজও সারা বিশ্বে সমাদৃত। ১৯৫৪ সালে তিনি ‘প্রফেসর’ পদ লাভ করেন। ১৯৫৫ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘ডিন’ ছিলেন। ১৯৬৪ সালে সংখ্যাতত্ত্ব বিভাগ থেকে অবসর নেন। ১৯৬৯ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রফেসর ইমেরিটাস’ নিযুক্ত করা হয়।

১৯৭৫ সালে তাকে বাংলাদেশের জাতীয় অধ্যাপকের মর্যাদা দেয়া হয়। কাজী মোতাহার হোসেন ১৯২৯ থেকে ১৯৬০ পর্যন্ত অবিভক্ত বাংলা ও পূর্ব পাকিস্তানে দাবায় একক চ্যাম্পিয়ন ছিলেন।