কানে স্বর্ণপাম জিতলো কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২৬, ২০১৯

কানের সর্বোচ্চ পুরষ্কার জিতে নিল দক্ষিণ কোরিয়ার ছবি ‘প্যারাসাইট’। বিশ্বের জৌলুসময় আর প্রাচীন চলচ্চিত্র উৎসব কান। এ উৎসবের শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত অপেক্ষায় বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যম।

কার ভাগ্যে জুটবে স্বর্ণপাম, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয় উৎসব শুরুর মাস দুয়েক আগে থেকেই। এবারও ব্যতিক্রম ছিল না। অবশেষে জানিয়ে দেয়া হলো স্বর্ণপাম জয়ী ছবির নাম।

সব কল্পনার অবসান ঘটিয়ে ৭২তম কান উৎসবে বন বং জুন হোর ছবিটি জিতে নিল স্বর্ণপাম পুরস্কার। প্রতিযোগিতা বিভাগের মোট ২১টি ছবির সাথে লড়াই করে স্বর্ণপাম জিতে নিয়েছে ছবিটি।

শনিবার দিবাগত রাত বাংলাদেশ সময় সোয়া ১১টা থেকে শুরু হয় কানের ৭২তম আসরের সমাপনি অনুষ্ঠান। প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুসহ মোট ৯ জন বিচারকের উপস্থিতিতে স্বর্ণপাম ও অন্যান্য বিজয়ীর নাম ঘোষণা করা হয়।