‘কাশ্মীর নিয়ে সংঘাত হলে তা পরমাণু যুদ্ধে গড়াবে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০১৯

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে সংঘাত হলে তা পরমাণু যুদ্ধে গড়াবে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আল জাজিরা টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ইমরান খান বলেন, “কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কিছু করা উচিত। কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত হলে তা পরমাণু যুদ্ধে গড়াবে।”

তিনি আরো বলেন, “কাশ্মীর নিয়ে বেশি দিন আমরা চুপ থাকব না। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত বিষয়টি সমাধান করতে না পারলে আমাদের কাছে যুদ্ধ বিকল্প কিছু থাকবে না।”

ইমরান খান বলেন, “জাতিসংঘ থেকে শুরু করে চীন, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোকে বছরের পর বছর ধরে পাকিস্তান কাশ্মীর সংকটের সমাধানের জন্য অনুরোধ করে আসছে। কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়ে ভারতে সেখানে স্বৈরশাসন চালাচ্ছে।”

উল্লেখ্য, ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু ক্ষমতাধর। তাই পরমাণু যুদ্ধ বাধলে গোটা বিশ্বে এর খারাপ প্রভাব পড়বে। সূত্র: দ্য ডন