গণিতজ্ঞ কালীপদ বসুর আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২০

গণিতজ্ঞ কালীপদ বসুর আজ জন্মদিন। ১৮৬০ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ জেলার হরিশংকরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

গ্রামের স্কুলে পড়াশোনা শেষে তিনি লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং এন্ট্রান্স পাস করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষ করে তিনি ১৮৯২ সালে ঢাকা কলেজে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং এ শিক্ষা প্রতিষ্ঠানেই আমৃত্যু কর্মরত থাকেন।

১৯০২ সালে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ম্যাথামেটিক্স কনফারেন্সে তার পঠিত ‘হাউ টু টিচ ম্যাথামেটিক্স’ প্রবন্ধে তিনি সে সময়ের প্রচলিত ‘কড়াকিয়া’ ও ‘গ্রাকিয়া’ পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতি চালুর সুপারিশ করেন।

কর্মরত অবস্থায় প্রবাসে থেকেও তিনি নিজ-গ্রামের উন্নয়নে উদ্যোগী হন। ঝিনাইদহ শহরে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তিনি বেশ কিছু গণিতশাস্ত্রের পাঠ্যপুস্তক রচনা করেন।

১৯১৪ সালের নভেম্বর মাসে প্রখ্যাত এ গণিতজ্ঞ মৃত্যুবরণ করেন।