চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১১, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪৪ জন। আজ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

তিনি জানান, মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার তিনশো ৭৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে এক হাজার আটজন। মারা গেছে ৬৪ জন। ডেডিকেটেড করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৮ এবং ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৩৪২।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, শিবগঞ্জ উপজেলায় ৮ জন, গোমস্তাপুর উপজেলায় ৩৬, নাচোলে ৭ ও ভোলাহাট উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা ৮ জন ও ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ৩ জন। ৩ দিন থেকে করোনা শনাক্তের হার কমেছে। বর্তমানে জেলায় করোনা শনাক্তের হার ১৩.৫১ শতাংশ। তার আগের দুই দিন হার ছিলো ১৯.১৯ শতাংশ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ রোধে ৭ জুন (সোমবার) থেকে ১৬ জুন (বুধবার) পর্যন্ত জেলায় কঠোর বিধিনেষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।