ছয় হাজার ইউক্রেনীয় সেনাকে বন্দির দাবি রাশিয়ার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ৩০, ২০২২

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত দেশটির ছয় হাজারের বেশি সেনা আত্মসমর্পণ করেছে বা রাশিয়ার হাতে বন্দি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা আরআইএ এই তথ্য জানিয়েছে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে ১৪৪ যুদ্ধবন্দির বিনিময় হয়েছে। এটি বুধবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ঘোষণা করে। রাশিয়ার এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১২৭ দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। সূত্র: আল জাজিরা