ডিজিটাল আইনে বন্দি লেখক মুশতাকের কারাগারে মৃত্যু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার লেখক মুশতাক আহমেদ (৫৩) গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দেশের মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তার মুক্তির দাবি জানিয়ে আসছিল। মুশতাক আহমেদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুশতাক আহমেদ। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন। এর আগে ৬ মে লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে ১১ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলা দায়ের করেন র‌্যাব ৩-এর ডিএডি আবু বকর সিদ্দিক।

মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাতির জনক, মুক্তিযুদ্ধ, করোনা ভাইরাস মহামারি সম্পর্কে গুজব, রাষ্ট্র-সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিপ্রায়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো, অস্থিরতা-বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার।