প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তীব্র ভূমিকম্পে কাঁপলো ভারত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২০, ২০১৯

তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের দিল্লি, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিস্তৃর্ণ অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যায় এই ভূমিকম্প অনুভূত হয় দিল্লি, নয়ডা, হরিয়ানা, গাজিয়াবাদ ও লখনউসহ একাধিক এলাকায়।

জানা গেছে, রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। এই কম্পনের উৎসস্থল ভারত-নেপাল সীমান্ত। রিপোর্ট অনুযায়ী, সীমান্তবর্তী এলাকা থেকেই ভূমিকম্প শুরু হয়, যার প্রভাব পড়ে দিল্লি, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে। তবে এ ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, এই কম্পনের মূল উৎসস্থল নেপালের খাপতার পার্কে। ভূমিকম্পের সময় ছিল সন্ধ্যা ৭টা ৫-এ। মিনিটখানেকের এই কম্পনের জেরে আতঙ্কিত হয় মানুষজন। বাড়ি থেকে বেরিয়ে আসে তারা।

বাদ যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমও। আতঙ্কিত নেটিজেনরা ভূ-কম্পনের বিষয়ে নেটদুনিয়ায় পোস্ট করে।

উল্লেখ্য, তিন বছরের ব্যবধানে কেঁপে উঠল নেপাল। এর আগে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল নেপাল। তবে এবার কম্পনের তীব্রতা বেশি না হওয়ায় সেরকম ক্ষয়ক্ষতি হয়নি পাহাড়ি এই শহরে।