তুরস্কে ১৫০০ বছরের পুরনো ধর্মীয় বই উদ্ধার

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২৬, ২০১৯

হিব্রু ভাষায় লিখিত শিল্ড অব ডেভিড সমন্বিত এক হাজার পাঁচশো বছরের পুরনো ধর্মীয় একটি বই জব্দ করেছে তুরস্কের পুলিশ। শুক্রবার দেশটির পশ্চিম ইজমিরপ্রদেশ থেকে বইটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সন্দেহভাজন কিছু ব্যক্তি হস্তলিখিত বই বেচার পরিকল্পনা করছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইজমির পুলিশ। গাজিমের জেলায় গিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়।

এরপর তাদের কাছে তল্লাশি চালিয়ে ওই পুরনো বইটি উদ্ধার করা হয়। এ বিষয়ে এখনো তদন্ত চলছে। সতেরো পৃষ্ঠার এ বইটির দৈর্ঘ্য সাড়ে দশ সেন্টিমিটার ও প্রস্থ সাড়ে আট সেন্টিমিটার।

উল্লেখ্য, তুরস্কের ঐতিহাসিক বস্তুর অবৈধ বিক্রি বন্ধে এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য প্রতি বছর হাজার হাজার চোরাচালান প্রতিরোধী অভিযান পরিচালনা করে দেশটির পুলিশ। এ বিষয়গুলো দেশটির গুরুত্বপূর্ণ। কেননা দেশটিতে রয়েছে তিন হাজার প্রাচীন শহর। যেগুলোতে ৪২টি সভ্যতা গড়ে উঠেছিল। তাই এর ঐতিহাসিক ঐতিহ্য ও সমৃদ্ধ পর্যটনশিল্প প্রতি বছর লাখ লাখ বিদেশি দর্শককে আকৃষ্ট করে। সূত্র: ডেইলি সাবাহ