কিরিটি চাকমা

কিরিটি চাকমা

ত্রিপুরায় প্রথমবারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০১৯

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ উৎসবের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশন এ উৎসবের আয়োজন করছে। ত্রিপুরার রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলরুমে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা বলেন, “ত্রিপুরা রাজ্যের আগরতলায় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ২২টি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে বেশ কয়েকটি ছবি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে নির্মিত। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় প্রযোজিত চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।”

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জীষ্ণু দেববর্মা। এছাড়া আরো উপস্থিত থাকবেন, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।