দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ৩০, ২০২০

বাংলা ভাষার রূপকথার রচয়িতা ও সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আজ মৃত্যুদিন। ১৯৫৬ সালের ৩০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। ১২৮৪ বঙ্গাব্দের ২ বৈশাখ (১৮৭৭ খ্রিস্টাব্দ) ঢাকা জেলার সাভার উপজেলায় উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে তার জন্ম।

তার মাতার নাম কুসুমময়ী ও পিতার নাম রমদারঞ্জন মিত্র মজুমদার। দক্ষিণারঞ্জনের বাবা রমদারঞ্জন ১৯০২ সালে মারা যান। পিতার মৃত্যুর পর তিনি পিসিমা রাজলক্ষ্মীর কাছে টাঙ্গাইল বসবাস শুরু করেন। তার সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলনটি চার খণ্ডে প্রকাশিত।

খণ্ডগুলো নাম, ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, ঠানদিদির থলে এবং দাদামাশয়ের থলে। এছাড়া তার অন্যান্য সাহিত্যকর্ম হচ্ছে, চারু ও হারু, ফার্স্ট বয়, লাস্ট বয়, বাংলার ব্রতকথা, সবুজ লেখা,, আমার দেশ, সরল চন্ডী (১৯১৭), পুবার কথা (১৯১৮), উৎপল ও রবি (১৯২৮), কিশোরদের মন (১৯৩৩), কর্মের মূর্তি (১৯৩৩), বাংলার সোনার ছেলে (১৯৩৫), সবুজ লেখা (১৯৩৮), চিরদিনের রূপকথা (১৯৪৭) এবং আশীর্বাদ ও আশীর্বাণী (১৯৪৮)।

তিনি বাংলা ১৩৬৩ সালের ১৬ চৈত্র (১৯৫৬ খ্রিস্টাব্দ) কলকাতায় মৃত্যুবরণ করেন।