দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের আজ ১০১তম জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৯, ২০১৯

দার্শনিক ও বিজ্ঞান লেখক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের আজ ১০১তম জন্মদিন। ১৯১৮ সালের ১৯ নভেম্বর তিনি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার প্রধান কৃতিত্ব হচ্ছে, গল্পের ছলে বিজ্ঞানের চমকপ্রদ সব বিষয় তিনি তরুণদের সামনে তুলে ধরেছেন।

নবীনদের বিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য তার লেখা বই কম নয়। সময়ের সাথে সাথে তার আবেদন কমে আসার কথা থাকলেও তা মোটেও কমেনি। আর তাই যেন নতুন নতুন প্রকাশনী থেকে তার রচিত বইগুলো এখনও প্রকাশ হচ্ছে।

দেবীপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে কৃতিত্বের সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর সেখানেই শিক্ষকতা করেন প্রায় দুই দশক। প্রাচীন ভারতের ইতিহাস, বিজ্ঞান ও প্রাচীন ভারতের বৈজ্ঞানিক পদ্ধতির ইতিহাস সংশ্লিষ্ট বিষয় নিয়ে তার গবেষণা উল্লেখযোগ্য।

তিনি তার গবেষণাকে সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তুলে ধরেছেন ইতিহাস ও বিজ্ঞান বিষয়ক তার মৌলিক গ্রন্থসমূহে। আদিম যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত পারিবারিক ও সামাজিক কাঠামোয় নারী ও পুরুষের প্রাধান্য কীভাবে পরিবর্তিত হয়েছে, সে ধারাকে সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন তিনি তার বিখ্যাত বই ‘সে-যুগে মায়েরা বড়ো’ বইটিতে।

বিজ্ঞানমনষ্ক ও যুক্তিনিষ্ঠ সমাজ গড়ে তোলার লক্ষ্যে তার ‍‘আবিষ্কারের অভিযান’ ‘বিজ্ঞান কি ও কেন’, ‘যে গল্পের শেষ নেই’, ‘জানবার কথা’ (১-১০), ‘পৃথিবীর ইতিহাস’ গ্রন্থগুলো অত্যন্ত জনপ্রিয়। সমাজসচেতন পাঠকদের কাছে সমাজ ও তার চারপাশ নিয়ে চিন্তার খোরাক জুগিয়ে যাবে দেবীপ্রসাদ চট্টোপাধ্যার এ সকল লেখাগুলো।

১৯৯৩ সালের ৮ মে ৭৪ বছর বয়সে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।