দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২৯১১, মৃত্যু ৩৭

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ০২, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩৭ জন। এই সময়ে দুই হাজার ৯১১ জন শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, এ নিয়ে দেশে মোট কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন এবং মারা গেছে ৭০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন।

নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৩৭ জন।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হয় ৮ মার্চ। এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।