দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ১৯, ২০২০

দোকান খোলার দাবিতে পাবনার ঈশ্বরদী উপজেলা বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল সাড়ে ৯টার বিক্ষোভ করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি না মেনে বাজারে বিক্রেতা-ক্রেতার অতিরিক্ত ভিড়ের কারণে মঙ্গলবার থেকে ঈশ্বরদীসহ পাবনা জেলায় প্রশাসনের পক্ষ থেকে জরুরি সেবা ছাড়াও সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের বিজ্ঞপ্তি দেয়।

এতে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও পাবনা জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাজারের সব দোকান খুলে দেয়ার দাবিতে বাজার এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও মিছিল করছে।

জানা গেছে, সকাল ৯টার দিকে ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে ব্যবসায়ীরা। প্রশাসনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাজার খুলে দেয়ার জন্য বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, “করোনা থেকে বাঁচতে সরকারি নির্দেশনা মেনে চলা সবারই উচিত।”