পাঁচ ওয়াক্ত ও তারাবি নামাজে ২০ জন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২১

করোনা ভাইরাস সংক্রমণরোধে রমজানে মসজিদে গিয়ে তারাবি পড়ার ক্ষেত্রে মুসল্লি সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। ধর্ম মন্ত্রণালয় সোমবার নির্দেশনায় জানিয়েছে, যে কোনো মসজিদে তারাবিতে খতিব, ইমাম ও হাফেজসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে।

নির্দেশনার মধ্যে রয়েছে, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে। তারাবির নামাজে অংশগ্রহণ করবে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ মুসল্লি। আর জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবে।

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সৌদি আরবে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশটির মুসলিমরা আজ মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু করেছে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার তারাবির নামাজ দশ রাকাত করা হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন।