এস আই টুটুল ও খালিদ

এস আই টুটুল ও খালিদ

ফোবানায় গাইলেন খালিদ ও এস আই টুটুল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০১৯

তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ৩৩তম ফোবানা সম্মেলন। নিউ ইয়র্কের লাগুর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিওট এ উত্তর আমেরিকার সর্ব বৃহৎ এ সম্মেলন আয়োজন করা হয়।

৩০ অগাস্ট শুক্রবার সন্ধ্যায় ঐক্যের আহবানে এ কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। কনভেনশনের কনভেনর শাহ নেওয়াজের সভাপতিত্তে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোবানার ভাইস চেয়ারম্যান আলী ইমাম শিকদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন খান, প্রধান উপদেষ্টা মোর্শেদ আলম, ডা. মাসুদুর রহমান, এটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ফজল আনসারী, আসিফ বারী টুটুল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব ফিরোজ আহমেদ। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানসহ সঙ্গীত শিল্পী কনকচাপা উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন।

কনভেনশন উদ্বোধনীর পর বাংলাদেশের সকল শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মের তিন তরুণী তিন দেশের পতাকা বহন করে।

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ট্রাইস্টেট রাজ্যের তিন শতাধিক বাংলাদেশি সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করে। কনভেনশনের অনুষ্ঠান মালার মধ্যে ছিল সেমিনার, কাব্য জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা শাহনূরসহ একঝাঁক নৃত্যশিল্পী অংশ নেন।

স্থানীয় জনপ্রিয় শিল্পী রানু নেওয়াজ, রাজীব, হৈমন্তী, মাহফুজা মম, লাবনী, সারেগামাপার শিল্পী সুপ্রতীপ, জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল প্রমুখ অংশ নেন। গীটার হাতে ভুল মানুষ গেয়ে মঞ্চ মাতান বাংলাদেশের তরুণ উদীয়মান শিল্পী পাপীমনা। জনপ্রিয় শিল্পী কনকচাপা তার সুরেলা কণ্ঠে বরাবরের মতো দর্শক মাতান।

বাংলাদেশের ব্যান্ড সংগীত আন্দোলনের পথিকৃৎদের অন্যতম নাতি খাতি বেলা গেল, কোন কারণে, সরলতার প্রতিমা, হিমালয়, জয় জগানন্দন ও আমার হাঁসের ছাওরে সহ অসংখ্য জনপ্রিয় গানের কিংবদন্তি শিল্পী চাইম ব্যান্ডের খালিদ তার হৃদয় ছোঁয়া গান দিয়ে দর্শক মাতান। দেশের ও প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল তার মিষ্টি হাসি আর আলাপচারিতায় একে একে তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান।

এ সময় তিনি তার গুরু প্রয়াত কিংবদন্তী শিল্পী এলআরবির আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে তার বিখ্যাত গান সেই তুমি পরিবেশন করেন দর্শকদের দাঁড়িয়ে সম্মান দানের মধ্য দিয়ে।