বাংলাদেশিসহ ১৪৫ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২০, ২০১৯

যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ভারতীয় ১৪৫ অবৈধ অভিবাসী একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশ হয়ে ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছে। এই ফ্লাইটে কিছু বাংলাদেশি ছিল। আজ বুধবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভারতীয়রা।

এর মধ্যে বেশিরভাগই অবৈধ অভিবাসী। আর কিছু আছে, যারা ভিসার নিয়মকানুন লঙ্ঘন করেছে। বিমানবন্দরে এ বিষয়ে অবহিত কয়েকজন কর্মকর্তা জানান, ওই বিশেষ ফ্লাইটে কিছু বাংলাদেশি নাগরিকও আছে। এছাড়া ছিল দক্ষিণ এশিয়ার কিছু নাগরিক।

যেসব ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে তাদের বেশির ভাগই অসাধু দালাল চক্রের খপ্পরে পড়েছিল। আন্তজার্তিক চক্রের স্থানীয় এজেন্টরা তাদেরকে বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করে। অবৈধ উপায়ে তাদেরকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

আবার কিছু ভারতীয় আছে, যারা ভিসার নিয়ম লঙ্ঘন করে মেয়াদ শেষেও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিল। তাদেরকেও ফেরত পাঠানো হয়েছে।

জানা গেছে, এসব অভিবাসীর বেশির ভাগের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদেরকে শুধু জরুরি সার্টিফিকেট দেয়া হয়েছে সফর সংক্রান্ত। এ অনুমতি ওয়ানওয়ে’র। অর্থাৎ তারা শুধু দেশে ফিরতে পারবে।

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩ দিয়ে এসব অভিবাসীকে গ্রহণ করা হয়। তাদের সম্পর্কে রেকর্ড ও কিছু ডকুমেন্ট রাখা হবে। সূত্র: অনলাইন হিন্দুস্তান টাইমস