বাগেরহাটে সাত দিনব্যাপী বইমেলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৩, ২০২১

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে বাগেরহাটে সাত দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। রোববার বিকেল ৫টায় বাগেরহাট শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

এ বইমেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায়। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। বইমেলায় দেশের বিভিন্ন স্থানের ৩০টি স্টল অংশগ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, অন্য প্রকাশ, সময় প্রকাশনী, কাকলী প্রকাশনী, গাংচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদসহ অনেক খ্যাতনামা প্রতিষ্ঠান।

মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজচন্দ্র রায়, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম প্রমুখ।

মেলার উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে বইমেলা উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।