বৈভবের বই এবার ৩৫ শতাংশ ছাড়ে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ১৪, ২০২০

কোভিড ১৯ ভাইরাসের সংক্রমণ এড়াতে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে দেশের বেশির ভাগ বাণিজ্যিক কার্যক্রম। এ অবস্থায় বই বিক্রির অনেক সাইটও অনলাইনে অর্ডার নেয়া বন্ধ রেখেছিল।

ছুটির অবসরে পাঠক যেন মনমতো বই হাতের কাছে পায়, এ বিবেচনা করে অনলাইনে অর্ডার নেয়া শুরু করেছে প্রকাশনা সংস্থা বৈভব।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ লকডাউনের পর বুধবার থেকে তারা কার্যক্রম শুরু করেছে। বৈভবের ফেইসবুক পেজে অর্ডার করলেই ৩৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে যে কোনো বই।

বৈভাবের আলোচিত প্রকাশনার মধ্যে রয়েছে— সুব্রত অগাস্টিন গোমেজের উপন্যাস ‘কালকেতু ও ফুল্লরা’, চঞ্চল আশরাফের ‘নির্বাচিত গল্প’, আবু তাহের সরফরাজের কবিতার বই ‘নীলিমা খাতুন’ ও উপন্যাস ‘তৃষ্ণাকুমারী, সালাহ উদ্দিন শুভ্রর বিজ্ঞান কল্পকাহিনি ‘আলোয় অন্ধ শহর’, মাহবুব মোর্শেদের কবিতার বই ‘অরব বসন্ত’ এবং পাপিয়া জেরীনের কবিতার বই ‘ঊনসপ্ততি’ ও ‘দ্বৈপ’।

এছাড়া বৈভবের অন্যান্য প্রকাশনা হচ্ছে, মৃদুল মাহবুবের গদ্যের বই ‘কবিতাকলা ভবন’, রিফাত হাসানের কবিতার বই ‘জল্লাদখানায় বইসা কবিতাপাঠ’, মুরাদুল ইসলামের গল্পগ্রন্থ ‘এখানে জাদু শেখানো হয়’, দেবজ্যোতি ভক্তর ‘মানুষের মতো একা’, শোয়েব সর্বনামের কবিতার বই ‘খারাপ খারাপ কবিতা’, রাজীব আশরাফের কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’, অরূপ রাহীর কবিতার বই ‘অকৈতবের গান, আল ইমরান সিদ্দিকীর কবিতার বই ‘গোধূলির প্যানোরামা।

দু’বছর ধরে যাত্রা শুরু করে বৈভব দেশের প্রকাশনা জগতে বেশকিছু উল্লেখযোগ্য বই প্রকাশ করে আলোচনায় উঠে এসেছে। তাদের প্রকাশনায় আরও রয়েছে, আবু সাঈদ ওবায়দুল্লাহর ‘নতুন পাণ্ডুলিপির দিনে’, রওশন আরা মুক্তার গল্পগ্রন্থ ‘ঘুঘু’, জিয়া হাশানের গদ্যের বই ‘জোছনার সাথে মোলাকাত ও অন্যান্য এবং সৈয়দ তারিকের কবিতার বই ‘আত্মায় ছিল তৃষ্ণা’।

 

পছন্দের বইয়ের জন্যে অর্ডার করতে ঢুঁ মারুন https://web.facebook.com/boibhob.pub/?hc_location=ufi