ভারতে ২ থেকে ১৮ বছরের ভ্যাকসিনে সরকারের অনুমোদন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১২, ২০২১

ভারতে দুই বছরের শিশু থেকে ১৮ বছরের কিশোরদের ভ্যাকসিন দেয়ার অনুমতি মিলল। কেন্দ্রের এক্সপার্ট কমিটি এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক্সপার্ট কমিটির বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে, কবে থেকে এই ভ্যাকসিন দেয়া হবে সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। কোভিডের তৃতীয় ঢেউ এলে শিশুরা প্রবলভাবে আক্রান্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের আগাম সতর্কবার্তা এই সিদ্ধান্ত নিতে কমিটিকে উজ্জীবিত করেছে বলে মনে করা হচ্ছে।

ভারতে শিশুদের মধ্যে করোনার প্রকোপ ছড়িয়েছে বলে বিশেষজ্ঞদের অনুমান। শিশুদের ভ্যাকসিন দেয়া কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি।