মক্কা বাদে সৌদির সব মসজিদ রোববার থেকে খুলছে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ৩০, ২০২০

মক্কা বাদে সৌদির সব মসজিদের দরজা রোববার মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে। বাদ যাবে না মসজিদে নববিও। করোনা ভাইরাস ঠেকাতে কারফিউর বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সৌদির ইসলামিক কার্যক্রম বিষয়ক মন্ত্রী শুক্রবার মুসল্লিদের সব মসজিদে স্বাগত জানাতে প্রস্তুতির কথা বলেন। নামাজ আদায়ে মসজিদের প্রস্তুতিও তিনি নিজে পরিদর্শন করে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আবদুল আজিজ আল-শেখ বলেন, “মসজিদ পরিদর্শনে আমাদের পুরো ভ্রমণে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা ঠিকঠাক মতোই আছে বলে দেখতে পেয়েছি। আমাদের অবস্থা খুবই ভালো।”

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, সৌদিতে এখন পর্যন্ত ৮১ হাজার ৭৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে চারশো ৫৮ জনের। সুস্থ হয়েছে ৫৭ হাজার ১৩ জন। সূত্র: আরব নিউজ