মিকা সিংকে নিয়ে ক্ষোভ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২০

মিকা সিংকে নিয়ে ক্ষোভ ওপার বাংলার সংগীতমহলে। বাংলা সংগীত রিয়েলিটি শো জি সারেগামাপা’য় কেন বিচারকের আসনে মিকা সিং এই প্রশ্ন তুলেছেন অনেকেই। এর আগেও মুম্বইয়ের একাধিক শিল্পী সংশ্লিষ্ট চ্যানেলের সংগীত রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে বসেছেন। কিন্তু মিকা সিংকে নিয়েই উঠছে প্রশ্ন। বিচারক পদের জন্য বাংলায় কি সংগীত শিল্পী কম পড়েছিল? অনেকেই ইতিমধ্যেই সেই প্রশ্নও তুলেছেন। আরেকটু খোলাসা করে বলতে গেলে, সারেগামাপা’র বিচারক হিসেবে মিকাকে পছন্দ বাংলা সংগীতমহলের। সংগীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, নচিকেতা চক্রবর্তী থেকে আরতি মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীরা ইতিমধ্যেই এক সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলেছেন। নতুন প্রজন্ম কী শিখবে মিকার কাছ থেকে? প্রশ্ন তুলেছেন তারা। ইন্দ্রদীপ দাশগুপ্তের সাফ উত্তর, বাংলা গানের জগতের মানুষ হিসেবে চূড়ান্ত অপমানিত বোধ করছি! সংবাদমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথ, লালনের হাত ধরে বাংলা গানের যে ঐতিহ্য, এবার সেখানে কিনা বিচারক হয়ে আসছেন মিকা! তিনি নাকি ভাবতেই পারছেন না। ইন্দ্রদীপের কড়া প্রতিবাদ, মুম্বই কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির সংগীত রিয়ালিটি শোয়ে কিন্তু বাইরের রাজ্য থেকে শিল্পীরা যান না বিচারক হিসেবে, তাহলে বাংলায় কেন এর অন্যথা হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তিনি। বাংলার শিল্পীরা কি তাহলে সত্যিই কোনো প্রতিবাদ না করে সবকিছু মুখ বুজে মেনে নেন?