মোদির ৬৯তম জন্মদিনে গোপনে পূজা দিলেন তার স্ত্রী

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০১৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিনে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে গোপনে পূজা দিলেন তার স্ত্রী যশোদাবেন। কখন তিনি পূজা দিলেন, তা টেরও পায়নি বিজেপি নেতৃত্ব।

ভাই ও ভাবিকে নিয়ে সোমবার সকালে তিনি ঝাড়খণ্ডের ধানবাদে একটি সম্মেলনে আসেন। সেখান থেকে কাতরাশে গিয়ে একটি রামমন্দিরে প্রথমে পূজা দেন যশোদাবেন। এরপর সেখান থেকে মাইথন হয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছান তিনি।

খুব গোপনীয়তা বজায় রেখে তিনি মন্দিরে পৌঁছান। সেখানে নিজের ও মোদির নামে পূজা দেন।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, যশোদাবেন আসবেন বলে মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। এমনকি, মন্দিরের ভেতরেও গোপনীয়তা বজায় রাখা হয়।

উল্লেখ্য, এর আগেও লোকসভার ভোটের ফলপ্রকাশের দিন যশোদাবেনকে মোদির জন্য উপবাস করতে দেখা গেছে। সে সময়ই যশোদাবেন মোদির উন্নতি এবং নির্বাচনে বিজেপির জয়ের জন্য উপবাস করেছিলেন। সূত্র: এনডিটিভি