লকডাউনে ব্যাংক খোলা রাখতে মন্ত্রিপরিষদের চিঠি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২১

১৪ থেকে ২১ এপ্রিল সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে ব্যাংক সেবা সীমিত আকারে খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশেষ প্রয়োজনে ব্যাংক সেবা প্রদানের অনুরোধ জানিয়ে আজ মঙ্গলবার এ চিঠি দেয়া হয়।

চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। এর আগে সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ১৪ থেকে ২১ এপ্রিল ব্যাংক শাখা বন্ধ থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংক শাখা খোলা রাখা যাবে।