শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার ভাঙন, ফেরি বন্ধ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৯, ২০২০

দক্ষিণবঙ্গের ২৩ জেলার প্রবেশ পথ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুট এলাকার ৩ নম্বর ফেরিঘাটের ৫০ গজ দূরে ভাঙন শুরু হয়েছে পদ্মায়। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ভাঙন শুরু হয়। দ্বিতীয়বারের মতো ভাঙন শুরু হওয়ায় পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করলে শিমুলিয়া ৩ নম্বর ফেরিঘাট বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির কর্মকর্তা আহমেদ আলী বলেন, “গতকাল রাত ৮টার দিকে শিমুলিয়া প্রান্তের এক ও দুই নম্বর ঘাট ৫টি ফেরি দিয়ে নৌরুট সচল রাখা হলেও ভাঙন পরিস্থিতির কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের ফেরি চলাচল মারাত্বক বিপর্যয়ের মুখে পড়ে। ভাঙনের ফলে শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ঘাটের পল্টুন ও অ্যাপ্রোচ সড়ক মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সাফায়েত আহমেদ বলেন, “পদ্মায় তীব্র স্রোত থাকায় এখন পাঁটি ফেরি চলাচল করছে। সকালে আটটি ফেরি চলতে পেরেছিল। ৩ নম্বর ফেরিঘাট বন্ধ আছে। মাত্র পাঁচটি ফেরি চলার কারণে ২ নম্বর ঘাটটিও ব্যবহারের প্রয়োজন পড়ছে না। এখন শুধু ১ ও ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঈদের ছুটিতে এরই মধ্যে যাত্রীরা গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছে। বর্তমানে ঘাটে দুশো থেকে আড়াইশো যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।