শিশুর জন্মনিবন্ধনে লাগবে না মা-বাবার সনদ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৬, ২০২২

শিশুদের জন্মনিবন্ধন করতে এখন থেকে আর মা-বাবার সনদ লাগবে না। সোমবার রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম-মৃত্যু নিবন্ধন শাখা এ তথ্য জানিয়েছে।

কার্যালয় জানিয়েছে, শিশুদের জন্মনিবন্ধন নেওয়ার ক্ষেত্রে মা-বাবার সনদ অপ্রয়োজনীয়। এ নির্দেশনা ২৮ জুলাই থেকে কার্যকর হয়।

সোমবার রাত ৯টার দিকে রেজিস্ট্রার জেনারেল মির্জা তারিক হিকমত বলেন, “আমাদের সিস্টেমে ২০০১ সালের ১ জানুয়ারির পর থেকে যাদের জন্ম তাদের জন্মনিবন্ধন নেওয়ার ক্ষেত্রে মা-বাবার জন্মনিবন্ধন বাধ্যতামূলক ছিল। কিন্তু এ নিয়ে নানা অনিয়ম ও ভোগান্তির অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে বলে দিয়েছি, মা-বাবার সনদ লাগবে না।”

তিনি আরও বলেন, “এ সনদ নিয়ে অনেক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এখন থেকে আর সমস্যা হবে না।”

শিশুদের জন্মনিবন্ধন সনদ নিতে গিয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। যার ফলে জরুরি কাজে বিশেষ করে পাসপোর্ট, কোভিড-১৯ টিকা ও স্কুলে ভর্তিসহ চরম ভোগান্তিতে পড়তে হয় অভিভাবকদের। অবশেষে এই ভোগান্তির অবসান ঘটল।