শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক নৃত্য উৎসব

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০১৯

বাংলাদেশে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক নৃত্য উৎসব ‘ওশান ডান্স ফেস্টিভ্যাল-২০১৯’। নৃত্যশিল্পীদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স, এশিয়া প্যাসিফিক (ডব্লিউডিএ-এপি)-এর বাংলাদেশ শাখা নৃত্যযোগের উদ্যোগে প্রথমবারের মতো এত বড় একটি উৎসবের সূচনা হতে যাচ্ছে।

 

নির্বাচিত তারকা শিল্পী ও প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীরা তাদের দল নিয়ে এ উৎসবে উপস্থাপন করবেন শাস্ত্রীয় নৃত্য, সমসাময়িক নৃত্য, লোকনৃত্য ও নৃত্যনাট্য। এ ছাড়া আন্তর্জাতিকভাবে নির্বাচিত শিল্পীরা উপস্থাপন করবেন বিষয়ভিত্তিক প্রযোজনা। বাংলাদেশে আসা বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে থাকবে যৌথ পরিবেশনাও।

 

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় কক্সবাজারের কক্স কার্নিভাল মিলনায়তন মঞ্চে প্রধান অতিথি হিসেবে চার দিনের এ উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।