সংগৃহিত

সংগৃহিত

‘সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার’ ২০১৭ পাচ্ছেন মোস্তফা কামাল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ০৮, ২০১৮

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি প্রদত্ত ‘সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার’ ২০১৭ পাচ্ছেন জনপ্রিয় কথা সাহিত্যিক মোস্তফা কামাল এবং সেরা কল্পবিজ্ঞান গল্পের পুরস্কারের জন্য  মনোনীত হয়েছেন তরুন বিজ্ঞান লেখক সাইফ ইমন । আগামী ১১ মে শুক্রবার তাদের হাতে ক্রেস্ট এবং চেক তুলে দিবেন জনপ্রিয় লেখক  ড. মুহাম্মদ জাফর ইকবাল

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি গত বছর থেকে এই পুরস্কার প্রদান শুরু করে । সায়েন্স ফিকশনে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় ।

মোস্তফা কামাল জানান , আমাকে মনোনীত করায় সায়েন্স ফিকশন সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । দের দশক পর এই স্বীকৃতীর জন্য আমি কৃতজ্ঞ ।

এই পর্যন্ত ঢাকা এবং কলকাতা থেকে মোট ১৫ টি বই প্রকাশিত হয়েছে মোস্তফা কামালের ।