সৃজিতকে প্যাঁচা সম্বোধন করলেন মৃথিলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২০

মঙ্গলবার ইনস্টাগ্রামে মিথিলা আপলোড করেছেন একটি কোলজ। যেখানে দেখা গেছে, কখনও বরের কাঁধে মাথা রেখে, কখনও পরস্পরের দিকে তাকিয়ে আবার কখনও ক্যামেরার দিকে তারা তাকিয়ে রয়েছেন।

এ দম্পতির এমন রোমান্টিক মুহূর্তগুলো ভক্তদের হৃদয় ছুঁয়েছে। তবে ছবির চেয়ে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা চলছে তাহলো, প্রিয় মানুষটিকে হঠাৎই প্যাঁচা বলে সম্বোধন করলেন মিথিলা।

সম্বোধন করেই ক্ষান্ত হননি, স্বামীকে প্যাঁচা ডেকে নিজেকে প্যাঁচার প্যাঁচানি বলে লিখেছেন। সুকুমার রায়ের জনপ্রিয় কবিতা ‘প্যাঁচা আর প্যাঁচানি’র কিছু লাইনও উদ্ধৃত করেন মিথিলা।

তিনি লিখেছেন, প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চ্যাঁচানি; শুনে শুনে আনমন, নাচে মোর প্রাণমন! মাজা–গলা চাঁচা–সুর, আহলাদে ভরপুর! গলা–চেরা ধমকে, গাছ পালা চমকে; সুরে সুরে কত প্যাঁচ, গিটকিরি ক্যাঁচ্ ক্যাঁচ্! যত ভয় যত দুখ, দুরু দুরু ধুক্ ধুক্; তোর গানে পেঁচি রে, সব ভুলে গেছি রে; চাঁদমুখে মিঠে গান, শুনে ঝরে দু’নয়ন। #প্যাঁচা আর প্যাঁচানি।