সেপ্টেম্বরে আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২১

আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন তিনি। বাইডেন বলেন, “১১ সেপ্টম্বরের মধ্যে দেশটি থেকে সেনা প্রত্যাহার করা হবে।”

বাইডেনের এ ঘোষণার মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসনের ঘোষণার দিনক্ষণ ভঙ্গ হয়েছে। কারণ ট্রাম্প চেয়েছিলেন, এ বছরের মে মাসে সেনাবাহিনী সরিয়ে নিতে। সেখানে বাইডেন ঘোষণা দিলেন, মে মাসে নয়, সেনা প্রত্যাহার করা হবে সেপ্টেম্বরে।

ধারণা করা হচ্ছে, বাইডেনের নতুন সময়সীমা ২০০১ সালে মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর সঙ্গে মিল রেখে করা হয়েছে। আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হলেও মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা বলছে, দেশটিতে কট্টরপন্থী তালেবান এখনও পর্যন্ত সহিংসতা না করার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে।

বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, তালেবানদের সতর্ক করা হয়েছে, তারা যদি সেনা সরিয়ে নেয়ার পর্যায়ে আক্রমণ করে, তবে তাদের ‘জোরালো প্রতিক্রিয়া’ জানানো হবে। সূত্র: বিবিসি