সৌদির উচিত রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা: পুতিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০১৯

রাশিয়ার কাছ থেকে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা উচিত বলে দেশটিকে পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সিরিয়ায় রাশিয়া-তুরস্ক-ইরান সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন।

পুতিন বলেন, “নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উচিত, রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা।

তিনি আরো বলেন, “নিজেদের দেশ সুরক্ষায় সৌদি আরবকে উপযুক্ত সহায়তা করতে তৈরি আমরা। এক্ষেত্রে সৌদির রাজনৈতিক নেতারা একটি দূরদর্শী সিদ্ধান্ত নিলেই পারেন, যেটা ইরানি নেতারা আগে নিয়েছিলেন। সেটা হলো, এস-৩০০ কেনা।”

পুতিন সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘কিংবা তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার মাধ্যমে যেটা করছেন, সেটাও তারা করতে পারেন। এতে সৌদি আরবের যে কোনো স্থাপনাকে তারা সুরক্ষা দিতে পারবেন।”

উল্লেখ্য, তিন দিন আগে সৌদি আরবের সবচেয়ে বড় তেল স্থাপনায় ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় দেশটির তেল উৎপাদন অর্ধেমে নেমে এসেছিল। যুক্তরাষ্ট্র এ হামলার জন্য ইরানকে দায়ী করছে। সূত্র: রুশ সংবাদমাধ্যম স্পুটনিক