স্বামীর বেতন জানতে তথ্য অধিকার আইনে মামলা, স্ত্রীর জয়

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৪, ২০২২

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেরিলি জেলার বাসিন্দা সঞ্জু গুপ্তা স্বামীর বেতন জানতে চেয়েছিলেন। কিন্তু স্বামী তাকে তা জানাননি। পরে তথ্য অধিকার (আরটিআই) আইনে মামলা করেন সঞ্জু। মামলায় তার পক্ষে রায় দেওয়া হয়।

জানা গেছে, স্বামীর বেতন জানতে চেয়ে প্রথমে আরটিআইয়ের আওতায় আয়কর দপ্তরে আবেদন করেন সঞ্জু। কিন্তু আয়কর দপ্তর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। অনুমতি ছাড়া কোনো ব্যক্তির আয়ের বিবরণ অন্য কাউকে জানাতে রাজি হয়নি দপ্তর।

এরপর সঞ্জু ফাস্ট অ্যাপিলেট অথরিটিতে (এফএএ) আবেদন জানান। কিন্তু সেখানেও তার আবেদন নাকচ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি আবেদন জানান তথ্য কমিশন সেন্ট্রাল ইনফরমেশন এজেন্সিতে (সিআইসি)।

এ বিষয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের পুরনো কিছু রায় খতিয়ে দেখার পর সোমবার সঞ্জুর পক্ষে রায় দেন সিআইসি। সিআইসির রায়ে আয়কর দপ্তরকে বলা হয়, ১৫ কার্যদিবসের মধ্যে সঞ্জুকে তার স্বামীর বেতন, অন্য কোনো উৎস থেকে তার আয় আছে কিনা, তাকে কত কর দিতে হয় এসব খুঁটিনাটি তথ্য দেওয়া হোক। সূত্র: এনডিটিভি