হজ পালনে সৌদি গেলেন শতবর্ষী এক বৃদ্ধা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৭, ২০১৯

পবিত্র হজ পালনে সৌদি আরব গেলেন একশো এক বছর বয়সী বৃদ্ধা আত্তার বিবি হোসাইন। এক দশকের কঠোর পরিশ্রম ও চেষ্টার পর তার হজের স্বপ্ন পূরণ হলো।

ভারতের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা আত্তার বিবি। এ বছর সবচেয়ে বেশি বয়সী হজ পালনে গমনকারী ভারতীয় তিনি। ষাট বছরের এক ছেলে ও ৫৮ বছরের এক মেয়েকে সফরসঙ্গী করে এরই মধ্যে তিনি পবিত্র নগরী মদিনায় গিয়ে পৌঁছেছেন। এখনো পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন।

মদিনায় অবস্থিত প্রিন্স আব্দুল আজিজ বিমান বন্দরে শতবর্ষী এ হজযাত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানায় স্থানীয় আরবীয়রা।

উল্লেখ্য, প্রতি বছর শাওয়াল মাস থেকে জিলহজ মাস পর্যন্ত হজব্রত পালনে সারাবিশ্ব থেকে মুসলমানরা পবিত্র নগরী মক্কা ও মদিনায় জড়ো হয়। জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত সুনির্দিষ্ট কিছু কাজ সম্পাদনের মাধ্যমে পালন করা হয় এ হজ। সে হিসাবে ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে এ বছরের হজের কার্যক্রম।