১০৪ বছর বয়সে লেখাপড়া শিখলেন কুট্টিয়াম্মা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ০৪, ২০২১

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ১০৪ বছর বয়সি বৃদ্ধা কুট্টিয়াম্মা নিজের নাম লেখা এবং পড়া শিখলেন।

ছোটবেলায় তার খুবই স্কুলে যাওয়ার শখ ছিল। কিন্তু বাল্যবিয়ে ও সংসারের কাজের চাপে আর স্কুল যাওয়া হয়নি। তাই বলে থেমে থাকেননি তিনি।

দেশটির বয়স্কদের জন্য সরকারি শিক্ষা কর্মসূচি চালু হলে তাতে ভর্তি হন কুট্টিয়াম্মা। অবশেষে ১০৪ বছর বয়সে তিনি লিখতে ও পড়তে শিখলেন।

বয়স্ক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের পরীক্ষায় তিনি ১০০ নম্বরের মধ্যে ৮৯ পেয়েছেন। সূত্র: বিবিসি