ফাইল ছবি

ফাইল ছবি

৫৭তম জন্মদিনে ‘সবচেয়ে বড় উপহার’ যা পেলেন তসলিমা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২২, ২০১৯

ভারতের ‘পেঙ্গুইন পাবলিশিং হাউস’ তসলিমা নাসরিনের ১২টি নতুন বই প্রকাশ করবে। এই সুসংবাদটি তিনি পান ২৫ আগস্ট তার জন্মদিনে। জীবনের ৫৭ বছর পেরিয়ে জন্মদিনে এটিই ছিল তার সবচেয়ে বড় উপহার।

জানা গেছে, যে ১২টি বই পেঙ্গুইন প্রকাশ করবে বলে আগ্রহ দেখিয়েছে, এর মধ্যে প্রথম বইটি প্রকাশ পাবে ২০২১ সালে।

তসলিমার জন্ম ১৯৬২ সালের ২৫ আগস্ট, ময়মনসিংহে। আশির দশকে উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে তার আবির্ভাব। পরবর্তীতে তিনি নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।

তসলিমা নাসরিন তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী উগ্র মতবাদ প্রচার করায় ১৯৯৪ সালে তাকে বাংলাদেশ ত্যাগ করতে হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে তিনি বসবাস করতে বাধ্য হন।

তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেন। বর্তমানে ভারত সরকার কর্তৃক সেখানে অবস্থানের সুযোগ পেয়েছেন।