রিফাত বিন সালাম-২৭ জানুয়ারি ২০১৮

প্রতিবাদ একসময় স্রেফ করার জন্য করা "অভ্যাস" হয়ে উঠে। কখনো কখনো প্রতিরোধ/পাল্টা আঘাত ফরজ। তারপর পাল্টা আঘাত বা প্রতিরোধ দরকারি।   ছবি/ "শাসক হত্যা"/২০১৭  

মিয়ানমারে চলমান গণহত্যাকে যারা যে যে কারণেই হোক, সমর্থন করছেন বা বাংলাদেশ সরকারের পক্ষ নিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় না দেয়ার যুক্তি খুঁজছেন.... তাদের সোজা বাংলায় বলি, দ্রুত আমার বন্ধু তালিকা থেকে কেটে পড়েন। গণহত্যার সমর্থনে দালালি বা উল্টা-পাল্টা পোস্ট পেলেই লাথি মেরে বিদায় করবো..... আর নেয়া যাচ্ছে না আপনাদের...আর কত কাল দালালি চলবেব !!...   ছবি/মানচিত্রে মিয়ানমার মিক্স আর্ট`১৭

নিজেকে নন-পলিটিক্যাল দাবি করেন, ফ্যান্টাসির ট্রমায় ডুবে ভাবেন "আহা আমরা পিঙ্ক ফ্লয়েডের জগতে আছি", অথচ রজার ওয়াটার্স ট্রাম্পকে গালাইছে এটা বোঝেন না... এসব যদি আপনার সাথে মিলে যায় তাইলে আপনারই আর্টিস্টিক মুখশ্রী ইহা....   ছবি/ মুখশ্রী-১/ `১৭

যত না আবহাওয়া তার চেয়ে বেশি অব্যবস্থাপনা আর দূর্ণীতির কারণেই এই মৌসুমে শহর ডুবে যাচ্ছে- এটা যেমন মহান সত্য। ঠিক একইভাবে ইজরায়েলের কট্টর রাষ্ট্রীয় জাতীতাবাদ আর উগ্র ধর্মীয় জাতীয়তাবাদের জন্যই ফিলিস্তিনের উপর এত অন্যায় চলছে। এ বাংলার পাহাড়েও একই কারণেই এত অন্যায়, ধাপে ধাপে অন্যায়। ইজরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা হয়ত অস্ত্র ধইরা লড়াই করতে করতে অহেতুক মরে যাবে। পানি বন্দি হাওড় থেকে ঢাকা শহর, আপনারা করবেন কি? এ অন্যায় তো চলছে হাজার বছর ধরে!...কি করবেন বলে ভাবছেন? তবে প্রতিবাদ/অস্ত্রের চেয়ে সাতাঁর ভালো!!   ছবি/ ২০১৬