
ইয়েমেনে পালটা হামলা চালালো যুক্তরাষ্ট্র-ইজরায়েল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ০৬, ২০২৫
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে ২০টি যুদ্ধবিমান দিয়ে কয়েক দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পোস্টে এ তথ্য জানায় ইজরায়েলি সেনাবাহিনী।
পোস্টে বলা হয়, ইজরায়েলে হামলা চালানোর পালটা পদক্ষেপ হিসেবে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ সময় ফেলা হয় অর্ধশতাধিক বোমা। মুহুর্তেই ধ্বংস হয়ে যায় কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। হামলায় কমপক্ষে ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাণহানির তথ্য মেলেনি।
ধারণা করা হচ্ছে, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা বন্দর। ইজরায়েলের অভিযোগ, বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুথি বিদ্রোহীদের কাছে।
এর আগে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইজরায়েলের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে। ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
ইজরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থাড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়।
হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে পোস্ট করেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সারি আরও বলেন, ইয়েমেন-ভিত্তিক সন্ত্রাসী সংগঠনটি ইসরাইলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করার তাদের পরিকল্পনাকে বিবেচনা করার জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে এবং বিমান সংস্থাগুলোকে তাদের বিমান ও এজেন্টদের নিরাপত্তা রক্ষার জন্য শত্রু বিমানবন্দরগুলিতে সমস্ত সময়সূচি ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে।
হামলার প্রতিক্রিয়ায় সামজিক যোগাযোগমাধ্যমে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেখেন, “হুথিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে। ইরানি টেরর মাস্টারদের বিরুদ্ধে বিমানবন্দরে হুথি হামলার জবাব নির্দিষ্ট সময়ে ও স্থানে দেবে ইজরায়েল।” সূত্র: জেরুজালেম পোস্ট