অস্ট্রেলিয়ার আবারও আলবানিজ প্রধানমন্ত্রী নির্বাচিত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ০৩, ২০২৫

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রধান বিরোধীদল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন এরই মধ্যে পরাজয় স্বীকার করেছেন এবং আলবানিজকে ফোন করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এবারের নির্বাচনী প্রচারণার কেন্দ্রে ছিল দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও গৃহনির্মাণ সংকট। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতিগুলোর প্রভাবও অস্ট্রেলিয়ার রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছিল।

২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। ১.৮ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে এরই মধ্যে ৮৫ লাখ বেশি ভোটার আগাম ভোট প্রদান করেছে। যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটিতে ভোট দেওয়া সবার জন্য বাধ্যতামূলক। সূত্র: এএফপি