
আমরা প্রস্তুত। আমাদের পরীক্ষা নিও না: পাকিস্তান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ০১, ২০২৫
আমরা প্রস্তুত। আমাদের পরীক্ষা নিও না বলে ভারতকে হুঁশিয়ার করেছেন পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
আহমেদ শরীফ চৌধুরী বলেন, “প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র। আমরা সর্বদা যুক্তি ও গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব।”
তিনি আরও বলেন, “কিন্তু যদি তারা মনে করে, আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ তাহলে আমাদের বার্তা কেবল এটাই, আমরা প্রস্তুত। আমাদের পরীক্ষা নিও না। সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা-সম্পর্কিত প্রতিষ্ঠান, সকলেই প্রস্তুতিতে নিয়োজিত আছে।”
আহমেদ শরীফ চৌধুরী বলেন, “আমরা সর্বত্র, সর্বদা উপস্থিত। আমরা সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। যদি তারা (ভারত) সামরিক সংঘাতের পথ বেছে নেয় তবে তা তাদের সিদ্ধান্ত হবে। তবে এ সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের (সিদ্ধান্ত)।”
তিনি আরও বলেন, “পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পাকিস্তানি জাতি যেকোনো মূল্যে তার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করবে।” সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল