আলোকচিত্রঃ সৈয়দ রিয়াদ হোসেন

আলোকচিত্রঃ সৈয়দ রিয়াদ হোসেন

শেষ হলো বইমেলা, গড়েছে বিক্রির রেকর্ড

ওমর সাঈদ

প্রকাশিত : মার্চ ০১, ২০১৮

শেষ হলো মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলা ২০১৮। বইকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্রাণের স্পন্দন মিলবে আবার ১১ মাস পর। শেষদিন বুধবার দুপুর ৩টা থেকে শুরু হওয়া মেলা চলে অন্যান্য দিনের মতো রাত ৯টা পর্যন্ত। এ দিন বইপ্রেমী, ক্রেতা-দর্শণার্থীদের ভিড় ছিল লক্ষ্যণীয়।

বাংলা একাডেমির দেয়া তথ্য অনুযায়ী, এবারের অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমিসহ সব স্টলে অন্য যে কোনও বারের তুলনায় বই বিক্রি রেকর্ড গড়েছে। এ বছর মোট বিক্রি হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকার বই, যা গত বছরের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেশি।

এবারের মেলায় এক মাসে প্রকাশিত নতুন বইয়ের শীর্ষে রয়েছে কবিতা এক হাজার চারশো ছয়টি। এরপরেই রয়েয়ে ছোটগল্পের বই ৬৬৩টি। তৃতীয় অবস্থানে রয়েছে উপন্যাস ছয়শো একুশটি। এছাড়া প্রবন্ধের বই ২৬৭টি, শিশুতোষ ১৬৭, মুক্তিযুদ্ধ ১০৮, রচনাবলি ৩২টি, সায়েন্স ফিকশন ৬৭টি, নাটক ৩১টি, বিজ্ঞান ৭৮টি, ইতিহাস ১১২টি, চিকিৎসা ৩২টি, অনুবাদ ৬৫টি, অভিধান সাতটি, রম্য-ধাঁধা বিশটি, ধর্মীয় বিষয়ক ২৫টি এবং অন্যান্য বিষয়ে ৩৯১টি নতুন বই প্রকাশ পেয়েছে।

মেলার শেষদিন বিকেলে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের আদিবাসী ’ শীর্ষক সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রাহমান নাসির উদ্দিন। সভাপতিত্ব করেন রাশিদ আসকারী। আলোচনায় অংশ নেন ফয়জুল লতিফ চৌধুরী ও রণজিত সিংহ।

পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। বক্তব্য রাখেন মেলা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

বইপ্রেমী পাঠক আবারও অপেক্ষা করবে অমর একুশে গ্রন্থমেলার। পাঠকের সবসময়েই প্রত্যাশা থাকে, আরও ভালোমানের বই প্রকাশ হবে আগামী বইমেলায়। জ্ঞানবিজ্ঞান চর্চায় যা অবদান রাখবে। শুধু বিনোদন-সর্বস্ব বই প্রকাশ নয়, মননশীল বইয়ের আধিক্য পাঠকে দেখতে চায় আগামী গ্রন্থমেলায়।