
পদার্থবিদ রাজা রামান্নার আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২২
পদার্থবিদ রাজা রামান্নার আজ জন্মদিন। ১৯২৫ সালের ২৮ জানুয়ারি ভারতের টুমকুরে তার জন্ম। বেঙ্গালুরুর বিশপ কটন বয়েজ স্কুলে পড়াশোনা করেন।
পরে তিনি মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৪৪ সালে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৪৯ সালে কিংস কলেজ লন্ডনে পদার্থবিজ্ঞানে ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।
একই বছর তিনি ট্রাম্বয়ের পারমাণবিক শক্তি প্রতিষ্ঠানে ভারতীয় পারমাণবিক বিজ্ঞান প্রোগ্রামে যোগ দেন। সেখানে পদার্থবিজ্ঞানী হোমি ভাবের অধীনে তিনি কাজ করেন, যার জন্য প্রতিষ্ঠার পরে নামকরণ করা হয় ভব পারমাণবিক গবেষণা কেন্দ্র (বিএআরসি)।
রামান্না বিএআরসির পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন এবং দেশের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা তদারকি করেন। তিনি ভারতের পারমাণবিক শক্তি কমিশনেরও নেতৃত্ব দেন। এখানে প্রতিরক্ষা গবেষণার সেক্রেটারি ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী (১৯৯০) হিসাবে দায়িত্ব পালন করেন।
পারমাণবিক অস্ত্র বিকাশে তার কাজ এবং সমর্থন ছাড়াও রামান্না ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সেস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজসহ কয়েকটি পেশাদার সমিতি এবং অন্যান্য সংস্থায় অফিস পরিচালনা করেন।
২০০৪ সালের ২৪ সেপ্টেম্বর মুম্বাইতে তিনি মারা যান।