ফাইল ফটো

ফাইল ফটো

খালেদার কারাদণ্ড, পাঠকশূন্য বইমেলা

ওমর সাঈদ

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৮, ২০১৮

অমর একুশে গ্রন্থমেলার আজ অষ্টম দিন। কিন্তু পাঠকের উপস্থিতি ছিল না বললেই চলে। এর কারণ হিসেবে বলা চলে, এতিমদের জন্য পাঠানো দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদফতরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এ রায় ঘোষণার পরপরই রাজধানী ঢাকা ও সারা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর কিছুটা প্রভাব বইমেলাতেও দেখা গেছে। সকাল থেকে শাহাবাগ এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা জারি রয়েছে। প্রতিদিনের মতোই যথাযথ সময় মেলা খুলে দেয়া হলেও মেলায় নিযুক্ত প্রকাশনীর মালিক ও কর্মচারি ছাড়া পাঠকের তেমন আনাগোনা নেই।

প্রকাশনী মালিকদের সাথে কথা বলে জানা যায়, এমন পরিস্থিতি মেলার জন্য খুবই হতাশাজনক। এ মেলাকে কেন্দ্র করে সারা বছর প্রকাশকদের পরিকল্পনা থাকে। কিন্তু এ অবস্থা চলতে থাকলে তাদেরকে লোকসান গুনতে হবে বলে প্রকাশকরা জানান।

এদিকে ষষ্ঠ ও সপ্তম দিনে মেলায় পাঠকের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু হঠাৎ এ পরিস্থিতির পালটে যাওয়ার ফলে কিছুটা হতাশ হয়ে পড়েছেন প্রকাশনী মালিকেরা। পাশাপাশি বিশ দলীয় জোট যেভাবে আন্দোলন ও হরতালের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, তাতে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ বাণিজ্যিকভাবে কতটা সফল হতে পারবে, তা নিয়েও তৈরি হয়েছে আশংকা।

উন্নয়নের ধারাকে বজায় রেখে চলমান পরিস্থিতির সংকট কাটিয়ে দেশকে খুব শীঘ্রই স্থিতিশীল করে আনা হবে বলে সরকারের প্রতি বিশ্বাস রয়েছে প্রকাশক সমাজের।