
তিব্বনে আজ ভোরে ভূমিকম্প
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ১২, ২০২৫
আজ সোমবার স্থানীয় সময় ভোরে চীনের তিব্বতের শিগাতসে শহরে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) ও চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) জানিয়েছে, ভূমিকম্পটি আজ স্থানীয় সময় ভোর ৫টা ১১ মিনিটে শিগাতসে শহরের কাছে আঘাত হানে। ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে।
জানা গেছে, প্রশাসন থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি। অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের টিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১২০ জনের বেশি মানুষ মারা যায়। সূত্র: রয়টার্স