
পাকিস্তানের আকাশসীমা বন্ধে ভারতের বাড়তি ৬০০ মিলিয়ন ডলার খরচ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ০২, ২০২৫
ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমায় উভয় দেশের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
জানা গেছে, পাকিস্তানের আকাশসীমায় ওড়া বন্ধ হওয়ায় বিকল্প পথে উড়ে যেতে খরচ বহুগুণে বেড়ে যাবে এয়ার ইন্ডিয়ার। পাকিস্তানের আকাশসীমা যদি এভাবে বন্ধ থাকে তাহলে বছরে বাড়তি প্রায় ৬০০ মিলিয়ন ডলার খরচ করতে হবে তাদের। বাড়তি জ্বালানি ও ফ্লাইট চলার সময়ও বাড়াতে হবে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাতায়াতে বেশি সময় লাগলে যাত্রীদের ওপর প্রভাব পড়তে পারে। এই অবস্থা চলতে থাকলে বছরে বাড়তি ৫৯১ মিলিয়ন ডলার খরচ করতে হবে ভারতকে।
জানা গেছে, ২৩ মে পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে। যদিও আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর বিকল্প পথে চীনের আকাশসীমার গা ঘেঁষে বিমান ওড়ানোর কথাও ভাবছে এয়ার ইন্ডিয়া। কিন্তু তার জন্য চীনের ছাড়পত্র প্রয়োজন, যা নিতেও সরকারের সহযোগিতা চাচ্ছে বিমান সংস্থাটি।
পহেলগাঁও হামলার পর ১ সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়।
পালটা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও। এই অবস্থায় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান হামলার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবরে বলা হয়। সূত্র: আল জাজিরা