
পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ সন্ত্রাসী নিহত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৫
সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সেনা সদস্যদের গুলি বিনিময়ে ১০ অস্ত্রধারী নিহত হয়েছে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলীয় প্রদেশটির কেচ ও জিয়ারাত জেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে। আজ বুধবার সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর) বিবৃতিতে এ জানায়।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোম ও মঙ্গলবার বেলুচিস্তানের কেচ ও জিয়ারাত জেলায় সফল অভিযান চালায় সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেচ জেলার ৩ ও জিয়ারাত জেলার ৭ সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। নিহতদের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে অস্ত্রসহ গোলাবারুদ জব্দ করা হয়েছে। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে। পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ।
পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, কেচ জেলার অভিযান তুলনামূলকভাবে নির্বিঘ্ন হলেও জিয়ারাত জেলার অভিযান বেশ কঠিন ছিল। জিয়ারাতের চোতির এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে ২ ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হ্যান্ড গ্রেনেডও ছুড়েছিল সন্ত্রাসীরা। সূত্র: ডন