যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ০২, ২০২৫

রোমে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা জানান।

ইরানি কর্মকর্তা বলেন, “পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনীতিক উপায়ে বিরোধ মেটাতে সহায়ক নয়। যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর নির্ভর করে আলোচনার পরবর্তী দফার তারিখ জানানো হবে।”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার এ আলোচনার শনিবার রোমে হওয়ার কথা ছিল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আগের দফার আলোচনাগুলোতে মধ্যস্থতা করা ওমান বৃহস্পতিবার জানায়, পরমাণু নিয়ে দুই পক্ষের পরবর্তী আলোচনা প্রাথমিকভাবে ৩ মে করার পরিকল্পনা ছিল। কিন্তু লজিস্টিকাল কারণে এ তারিখ এখন নতুন করে ঠিক করা লাগবে।

আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে বলেছে, যুক্তরাষ্ট্র কখনোই রোমের চতুর্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিতই করেনি। কবে, কখন, কোথায় পরবর্তী দফার আলোচনা হবে তা এখন পর্যন্ত ঠিক হয়নি। তবে শিগগিরই হবে বলে আশা করা হচ্ছে।

ইয়েমেনের হুতিদের সমর্থনের ব্যাপারে ইরানকে ওয়াশিংটনের হুঁশিয়ারি ও পরমাণু আলোচনা চলার মধ্যেই তেহরানের জ্বালানি খাতকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পর বৃহস্পতিবার ইরান ‘অসঙ্গত আচরণ ও উসকানিমূলক মন্তব্য করার’ দায়ে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে।