‘ভারতীয় হামলা মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৫

ভারতীয় হামলা মোকাবিলায় আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি। কারণ, যেকোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। এ অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্তও নিতে হচ্ছে। আমরা এরই মধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের সামরিক বাহিনী সরকারকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে অবহিত করেছে। পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। পারমাণবিক অস্ত্র কেবল দেশের অস্তিত্বের ওপর সরাসরি হুমকি এলেই ব্যবহার করা হবে।”

কাশ্মীর হামলার পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারত কমিয়ে দিয়েছে। এর ধারাবাহিকতায় সিন্ধু নদের বহু পুরোনো পানিচুক্তি স্থগিত করেছে ভারত। এছাড়া আটারি-ওয়াঘা সীমান্তচৌকি বন্ধ করার পাশাপাশি পাকিস্তানিদের ভিসাও বাতিল করেছে।

অপরদিকে ভারতের প্রতি পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদও হাইকমিশনে থাকা ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং পাকিস্তানের আকাশপথে ভারতীয় বিমান চলাচলের জন্য নিষিদ্ধ করেছে দেশটি।

এছাড়া সোমবার ভারত ‘উসকানিমূলক’ কনটেন্ট ছড়ানোর অভিযোগে পাকিস্তানের এক ডজনেরও বেশি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিয়ো নিউজ ও শুনো নিউজের ইউটিউব চ্যানেল।