
মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ১১, ২০২৩
রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন লাগানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাসে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, “আমরা বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন সংবাদ পেয়েছি। আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।