করাচিতে শপিং মলে আগুন, নিহত ৫ আহত ২০
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬
পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের গুল প্লাজা শপিং মলে আগুন লেগে পাঁচজন মারা গেছে। শনিবার গভীর রাতে আগুন লাগার পর আজ রোববার সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক চিকিৎসক সাবির মেমন প্রথমে বলেন, “৩টি মরদেহ হাসপাতালে আনা হয়, যারা সবাই আগেই মারা গিয়েছিল।”
পরে দক্ষিণ করাচির উপমহাপুলিশ পরিদর্শক সৈয়দ আসাদ রাজা আজ সকালে বলেন, “নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।”
রেসকিউ ১১২২–এর মুখপাত্র হাসানুল হাসিব খান বলেন, “আগুনে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ ভোর পর্যন্ত আগুন মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “ভবনটি অত্যন্ত পুরোনো হওয়ায় আগুনের তাপে যে-কোনো সময় কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। আগুনের সূত্রপাত হয় ভবনের নিচতলার কয়েকটি দোকান থেকে।”
রেসকিউ কর্মকর্তারা জানান, গুল প্লাজায় প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে। এসব দোকানে ক্রোকারিজ, পোশাক, বৈদ্যুতিক সামগ্রী, প্রসাধনী ও সুগন্ধি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বাড়ে। আগুন নেভাতে বিভিন্ন দপ্তর ও সংস্থার অন্তত ২০টি অগ্নিনির্বাপণ গাড়ি কাজ করছে।
উদ্ধার কাজে অংশ নেওয়া এধি ফাউন্ডেশন জানিয়েছে, আগুনের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়েছে।
গার্ডেন এলাকার উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা মহসিন রাজা প্রাথমিকভাবে বলেন, “একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।”
ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুর গভর্নর কামরান তেসোরি। গভর্নরের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ ও নেভানোর কার্যক্রম নিয়ে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
এছাড়া সিন্ধুর স্বরাষ্ট্র মন্ত্রী জিয়াউল হাসান লঞ্জার ওই এলাকায় যান চলাচল বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “আগুনের প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ভবনটি নিরাপদ রাখা এবং আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত ও উদ্ধার কাজে অংশ নিতে সিন্ধ রেঞ্জার্স মোতায়েন করা হয়েছে। সংস্থাটি বিবৃতি জানায়, রেঞ্জার্স সদস্যরা ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে এবং অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবে।
পাশাপাশি ভবন ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যান চলাচল স্বাভাবিক রাখা যায়।
উল্লেখ্য, এর একদিন আগেই শুক্রবার বিকেলে করাচি পোর্ট ট্রাস্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক ব্যাটারিভর্তি অন্তত ২০টি কনটেইনার পুড়ে যায়। টানা দুই দিনের ব্যবধানে এমন বড় অগ্নিকাণ্ডে করাচিতে অগ্নিনিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
























