
কর্মবিরতিতে মিটফোর্ডের ইন্টার্ন চিকিৎসকরা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১৩, ২০২৫
মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে একদিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস)। আজ রোববার সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে, চলবে সারাদিন।
শনিবার রাতে মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, “আমরা মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতিতে যাচ্ছি।”
বিবৃতিতে আরও বলা হয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও কর্মসূচি নেওয়া হবে।
এর আগে স্মারকলিপিতে ইন্টার্ন চিকিৎসকরা জানান, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ভেতরে আনসার ক্যাম্পের সামনে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে তারা মর্মাহত ও গভীরভাবে উদ্বিগ্ন। তারা এই মনুষ্যত্বহীন ঘটনার তীব্র প্রতিবাদ জানান ও সুষ্ঠু বিচার দাবি করেন।
স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেন, হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এজন্য তারা বেশ কিছু সুস্পষ্ট দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে, কার্যকর আনসার মোতায়েন, সশস্ত্র আনসার নিয়োগ এবং প্রত্যেক ফটকে আনসার সদস্য রাখার ব্যবস্থা।